ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ১২ ই্‌উপি নির্বাচনে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিতরা কে কত ভোট পেল

chakaria 23.04.2016এম.জিয়াবুল হক,চকরিয়া
গতকাল শনিবার (২৩এপ্রিল) অনুষ্টিত কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহীসহ আওয়ামীলীগের ৭জন, বিএনপির ২জন, জামায়াতের (স্বতন্ত্র) ২জন ও জাতীয় পাটির (এরশাদ) সমর্থিত ১জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল নিরুপন করে গতকাল রাতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন। ওইসময় উপজেলা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাপ্ত ফলাফলে যাঁরা ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন, উপজেলার ফাঁিসয়াখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৯৬০৭ ভোট। তার নিকটতম হয়েছেন বিএনপির প্রার্থী এহেছানুল করিম। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২৮৯ ভোট। সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৪০৬৮ ভোট। তার নিকটম হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রুস্তম শাহরিয়ার। তিনি মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৭৬০ ভোট। চিরিঙ্গা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ জসীম উদ্দিন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ২৮১৭ ভোট। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান কেএম ছালাহ উদ্দিন (খাজা ছালাহ উদ্দিন)। তিনি পেয়েছেন ২৪০০ ভোট। সাহারবিল ইউনিয়নে নির্বাচিত হয়েছেন মাতামুহুরী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন বাবুল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৫০ ভোট। তার নিকটতম হয়েছেন বিএনপির প্রার্থী নুরুল আমিন চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩০৭৭ ভোট। কাকারা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শওকত ওসমান। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪৩৬ ভোট। তার নিকটতম হয়েছেন বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ছাবু। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৯৮০ ভোট। হারবাং ইউনিয়নে নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিরানুল ইসলাম। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৬১৭৯ ভোট। তার নিকটতম হয়েছেন বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি ছাবের আহমদ ছাবুল হক। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৪৪৮ ভোট। কৈয়ারবিল ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা মক্কী ইকবাল হোসেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৩২৮২ ভোট। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩১৫০ ভোট। বরইতলী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী জালাল আহমদ সিকদার। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী। বমুবিলছড়ি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল মতলব। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৩৩৯ ভোট। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১২৫২ ভোট। খুটাখালী ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা আবদুর রহমান। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৫৪৯৪ ভোট। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪৬৪ ভোট। লক্ষ্যারচর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা গোলাম মোস্তাফা কাইছার। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৭২২ ভোট। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম বুলেট। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৪৭৭ ভোট। ডুলাহাজারা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন জাতীয় পাটির (এরশাদ) প্রার্থী নুরুল আমিন। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬৪১৭ ভোট। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫৬১৬ ভোট।

পাঠকের মতামত: