ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকা গুরুতর আহত

ahotনিজস্ব প্রতিনিধি, চকরিয়া ::

চকরিয়া থানা সেন্টার চৌ-রাস্তার মোডে একটি হাইস মাইক্রোবাসের ধাক্কায় টমটম গাড়ি উল্টে এক স্কুল শিক্ষকা গুরুতর আহত হয়েছে।  ৭ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ডেমুশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা উম্মে রোমায়েন দায়িত্বপালন শেষে ইলিশিয়া ষ্টেশন থেকে টমটম গাড়ি করে চকরিয়া পৌর শহরের ফেরার পথে থানা সেন্টার চৌ-রাস্তার মোডে পৌছলে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাস টমটম গাড়ির সাথে ধাক্কা দিলে টমটম গাড়িটি উল্টে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলে গুরুতর আহত হয়। স্থানীয় ফারুক ওই শিক্ষিকাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে আসে। বতমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। দূর্ঘটনায় শিক্ষিকা উম্মে রোমায়েনের বাম হাত ও হাতের কয়েকটি আঙ্গুলের হাড় ভাঙ্গা আঘাত হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। আহত উম্মে রোমায়েন উপজেলার কাকারা সাকের মোহাম্মদ চর এলাকার এলাকায় বলে জানা গেছে। তিনি ওই এলাকা থেকে প্রতিদিন কয়েকটি গাড়ি বদল করে স্কুলে যাওয়া আসা করে থাকেন। পুলিশ দূর্ঘটনায় কবলিত গাড়িটি আটক করতে পারেনি।

পাঠকের মতামত: