চকরিয়ায় জনগনের মাঝে নিরাপদ স্বাস্থ্য সেবা ও সুরক্ষা নিশ্চিতে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য মেলার উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকালে চকরিয়া বিমানবন্দরস্থ বিজয়মঞ্চ মাঠে মেলাটি আয়োজন করেন স্থানীয় সুর্যের হাসি ক্লিনিক।
চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.সোলতান আহমদ সিরাজীর সভাপতিত্বে মেলার উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। অনুষ্টানে বিশেষ অথিতি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, সুর্যের হাসি চট্টগ্রামের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সম্বনয়ক মোহাম্মদ নোমান, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, সুর্যের হাসি ক্লিনিক চকরিয়া উপজেলা ব্যবস্থাপক মামুনুল ইসলাম, টিআইবির এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন, আইসিডিডিআরবির ফিল্ড রির্সাচ অফিসার শহিদুল হক, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইমাম হোসেন, ফজলুল কাদের, স্বাধীন মঞ্চের জিয়াউদ্দিন প্রমুখ। মেলায় স্বাস্থ্য বিভাগের অন্তত সাতটি স্টল অংশগ্রহন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুলাহাজারা কলেজের শিক্ষক সেন্টু কুমার চৌধুরী।
পাঠকের মতামত: