ঢাকা,শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

চকরিয়ায় সালাহউদ্দিন সিআইপির গণসংবর্ধনাকে ঘিরে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি,

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
আজ বুধবার ২৯ নভেম্বর ঢাকা থেকে নির্বাচনী এলাকা চকরিয়া আসছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপি। বুধবার দুপুরে তিনি সড়কপথে চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্ট প্রাঙ্গনে
পৌঁছাবেন। সেখানে তাঁকে বরণ করবেন চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক থানা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সকলস্থরের নাগরিক। এরপর দুপুর আড়াইটায় তিনি সেখান থেকে রওয়ানা হয়ে চকরিয়া পৌরবাসটার্মিনালস্থ গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হবেন বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি ও চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

এদিকে আজ বুধবার ২৯ নভেম্বর চকরিয়া পৌর বাসটার্মিনাল মাঠে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপিকে বরণ করতে ও গণসংবর্ধনার শোডাউন ঘিরে ইতোমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ও আগেরদিন সোমবার চকরিয়া উপজেলা, পেকুয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী আলাদাভাবে একাধিক জরুরি প্রস্তুতি সভা করেছে।

আজ চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরে হোছাইন আরিফ এতে সভাপতিত্ব করেন। জরুরি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন টিটু প্রমুখ। একইদিন চিরিঙ্গা ইউনিয়ন, হারবাং ইউনিয়ন, বরইতলী ইউনিয়ন, ডুলাহাজারা, খুটাখালী ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জরুরি প্রস্তুতি সভা করেছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া সাম্পান রেস্টুরেন্টে চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের উদোগে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের জরুরি প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম গিয়াস উদ্দিন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, পেকুয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, পেকুয়া উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ আজমগীর। এছাড়াও অনুষ্ঠানে পেকুয়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগেরদিন সোমবার রাতে চকরিয়া পৌরসভার চিংড়ি চত্বর প্রাঙ্গনে আওয়ামী লীগ মনোনীত “সংসদ সদস্য পদপ্রার্থী” আলহাজ্ব সালাহ উদ্দিন আহমদ সিআইপির গণ সংবর্ধনা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি সরওয়ার আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মিজানুর রহমান, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আওয়ামী লীগ নেতা জাফর আলম সিকদার, এসএম আলমগীর হোসাইন, মুজিবুর রহমান, শফিউল আলম বাহার, আমান উল্লাহ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, এডভোকেট ফয়জুল কবির, সেলিম উদ্দিন লিটন, মাতামুহুরী আওয়ামী লীগ নেতা সোলতান মাহমুদ টিপু, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, চকরিয়া পৌরসভার কাউন্সিলর ফোরকানুল ইসলাম তিতু, পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, কাউন্সিলর হানিফ ইসলাম, কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম প্রমূখ।#

পাঠকের মতামত: