এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়ায় ৫০ হেক্টর বনভূমি নিয়ে বনকর্মী ও জবরদখলকারীরা মুখোমুখি অব¯’ান নিয়েছে। সামাজিক বনায়নের চারা রোপনের সময় জবরদখলকারী চক্র বনকর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৫জন বনকর্মী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর উচিতার বিল এলাকায় ঘটেছে হামলার এ ঘটনা।
বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন জানান, রেঞ্জের অধীনে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় ৫০ হেক্টর বন ভূমিতে এ বছর স্বল্প মেয়াদী সামাজিক বনায়ন সৃজনের জন্য বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দ পাওয়ায় ওই বনভূমিতে গত ৯ আগস্ট বনকর্মীরা গাছের চারা রোপন করতে যায়। বনকর্মীরা চারা রোপনের সময় কিছু জবরদখলকারী বনকর্মীদের বাঁধা দেয়ায় তার ফিরে যায়। পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে বনকর্মীরা সেখানে আবার চারা রোপন করতে গেলে তারা বনকর্মীদের উপর হামলা করে।
এসময় হামলায় অন্তত ৫ জন বনকর্মী আহত হয়েছে। আহত বনকর্মীরা হচ্ছেন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের মৃত বদিউর রহমানের ছেলে লেবার মাঝি বাবু (৫০), মৃত ইসহাকের ছেলে শাহ আলম (৫০), জয়নালের স্ত্রী জনু আরা বেগম (৪০), মোহাম্মদ কালু’র মেয়ে এলুমন্নাহার (৪০) ও লামা ফাঁসিয়াখালীর কুমারী এলাকার আব্দু শুক্কুরের ছেলে মাসুক আহমদ (৪৫)।
রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন জানান, উচিতার বিলের ওই জায়গায় জবরদখলকারীরা ওই বনভূমিতে প্রায় ১৫টি কাঁচা ঘর নির্মাণ করে নিয়েছে। জবদখলকারীরা কেউ স্থানীয় নয়, তারা সকলেই স্বচ্ছল ব্যক্তি। তিনি ঘরগুলো উচ্ছেদ করে সেখানে সামাজিক বনায়ন সৃজন করতে সহযোগিতা করার জন্য স্থানীয় প্রশাসনকে আহবান জানিয়েছেন।
পাঠকের মতামত: