ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি শাহীন গ্রেফতার

atok,চকরিয়া অফিস:

চকরিয়ায় পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার তিনবছরের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ শাহীন (৩৮) গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে অভিযান চালিয়ে বদরখালী নৌপুলিশের আইসি এসআই মাহাবুবর রহমানসহ পুলিশের একটিদল তাকে গ্রেফতার করেন। শাহীন উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের সিকান্দরপাড়া গ্রামের মোহাম্মদ ইউছুপের ছেলে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় আসামি শাহীনের বিরুদ্ধে তিন বছরের সাজা দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল আদালত। মামলাটি রুজু হওয়ার পর থেকে আসামি গ্রেফতার এড়াতে পালিয়ে থাকেন। এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। তিনি বলেন, পালিয়ে থাকাবস্থায় রোববার দুপুরে বদরখালী নৌপুলিশের আইসি এসআই মাহাবুবর রহমানসহ পুলিশের একটিদল উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের নিজ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হন। ##

পাঠকের মতামত: