ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা আহত, বাড়িঘর ভাংচুর

ahotaচকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে একদল দখলবাজ সন্ত্রাসী এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার উপর হামলা করে আহত করেছে। সন্ত্রাসীরা এ সময় তার বসত ঘরটিও ভাংচুর করে দিয়েছে।  ১৫ জুন সকাল ৯টায় ওই ইউনিয়নের ফুলছড়ির পশ্চিম নয়াপাড়ায় ঘটেছে এ ঘটনা। ওই মুক্তিযোদ্ধার বসতভিটার জমি দখলের উদ্দেশ্যে এলাকার সন্ত্রাসীরা এ হামলা ও ভাংচুরের ঘটনা করেছে।

খুটাখালী ইউনিয়নের পশ্চিম নয়াপাড়ার মরহুম খলিলুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা আবুল হোছাইন (৬৯) চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করে জানান; একই এলাকার একটি প্রভাবশালী দখলবাজ চক্র দীর্ঘদিন ধরে তার বসতভিটির কিছু জমি জবরদখালের চেষ্টা চালিয়ে আসছে। ওই জমি জবর দখলের জন্য তারা আগে আরও অনেক ঘটনা ঘটিয়েছে। আজ ১৫ জুন সকাল ৯টায় দখলবাজ চক্রের মঈনুদ্দিন, হামিদুল্লাহ, রুবেলসহ আরও কয়েকজন সন্ত্রাসী তার বসত ভিটাটির জমি জবর দখল করতে যায়। এসময় বৃদ্ধ মুক্তিযোদ্ধা আবুল হোছাইন তাদের বাঁধা দেন। এসময় সন্ত্রাসীরা তাকে মারধর করে আহত করে। সন্ত্রাসীরা তার ঘরের দরজা জানালা ভাংচুর করে প্রায় ২০হাজার টাকার ক্ষতি করে। তাকে ওই বসতঘরটি ছেড়ে যাওয়ার জন্যও তারা হুমকি দিয়ে যায়। আহত আবুল হোছাইনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছে। এব্যাপারে মুক্তিযোদ্ধা আবুল হোছাইন ৪ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন; মুক্তিযোদ্ধা আবুল হোছাইনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। নইলে আমরা কর্মসূচী দিতে বাধ্য হবো। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান বলেন, বিষয়টি তদন্ত করে হামলাকারীদের গ্রেফতার করা হবে। এব্যাপারে অভিযুক্ত মঈনুদ্দিন জানান; আমরা ওই জমিতে একটি পানির মেশিন বসাতে গেলে ওই মুক্তিযোদ্ধা আমাদের বাঁধা দিলে সামান্য ঘটনা হয়েছে।

পাঠকের মতামত: