ঢাকা,বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় র‌্যাবের অভিযানে দুই কেজি গাঁজা উদ্ধার: নারীসহ তিনজন গ্রেপ্তার

Chakaria Picture (GAZA) 01-02-2017এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় র‌্যাবর অভিযানে দুই কেজিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে র‌্যাব সেভেন কক্সবাজার ক্যাম্পের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিরিঙ্গার নাথ পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করেন।

গ্রেফতারকৃত হলেন, উপজেলার ডুলহাজারা ইউনিয়নের রং মহল গ্রামের বাদল দাশের ছেলে কুশা দাশ (৩৭) , পৌরসভার চিরিংগা নাথ পাড়া গ্রামের হিরু চৌধুরীর স্ত্রী রীনা চৌধুরী (৪৫) ও পৌরসভার সবুজবাগ বিদ্যালয় স্কুলের পাশের মৃত ছৈয়দ আহমদের ছেলে মো. হানিফ (৪০)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্য পালিয়ে যায়। তাঁরা হলেন, মৃত মাখন দাশের ছেলে ও আটক নারীর স্বামী হিরু চৌধুরী ও তার ছেলে সুমন চৌধুরী। তাদের বাড়ি চকরিয়া পৌরসভার চিরিঙ্গার নাথ পাড়ায় গ্রামে। তিনি বলেন, উদ্ধার হওয়া গাঁজাসহ আটকদের চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ##

পাঠকের মতামত: