ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চকরিয়ায় রাতের আঁধারে খামার বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও ভাংচুর, মালামাল লুট

hamla__1এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের রাতের আঁধারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ওইসময় হামলাকারী দুর্বৃত্তরা ভাংচুর চালিয়ে ক্ষতিসাধন ও অস্ত্রের মুখে লুটে নিয়ে গেছে আড়াই লাখ টাকার মালামাল। এ ঘটনায় খামার বাড়ির মালিক উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের আনিচপাড়া গ্রামের আবদুর রহমান চৌধুরী মঙ্গলবার চকরিয়া থানায় দুইজনের নাম উল্লেখ্য করে আরো ৭-৮জনকে অজ্ঞাতনামা আসামি দেখিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বাদি আবদুর রহমান চৌধুরী দাবি করেন, পশ্চিম বড়ভেওলা মৌজার বিএস ৪১৬ ও ৪১৭ খতিয়ানের ২৬৪৫ নম্বর দাগের ৭৫শতক জমিতে তার একটি টিনসেট খামার রয়েছে। মুলত খামার বাড়ির ওই জায়গা দখলের জন্য পশ্চিম বড়ওেলার ইকবাল ও সাহারবিলের কোরালখালী গ্রামের সামসুল আলম নামের দুই ব্যক্তির নেতৃত্বে একটি চক্র নানাভাবে অপচেষ্টা চালিয়ে আসছে। এরই জের ধরে সোমবার রাত আনুমানিক সাড়ে ১১১টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালিয়ে খামার বাড়িতে ব্যাপক ভাংচুর করেন। এসময় তাঁরা লুটে নিয়ে যায় বিভিন্ন মালামাল। এ ঘটনায় খামার মালিকের দুই লাখ ২০হাজার টাকার মালামাল ক্ষতিসাধন ও লুট হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

পাঠকের মতামত: