ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় যমুনা প্লাজার তালা ভেঙে টিভি ও নগদ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক ::৷ কক্সবাজারের চকরিয়ায় যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্লাজা শোরুমের গ্রিলের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

রোববার ভোরে চোরের দল ৮টি টেলিভিশন, বিভিন্ন পণ্য ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে যথারীতি শোরুম বন্ধ করে বাসায় চলে যায় কর্মচারীরা। রোববার সকাল ৯টার দিকে শোরুম খুলতে গেলে গ্রিল আধখোলা অবস্থায় পাওয়া যায়। পরে ভেতরে ঢুকে দেখা যায় ৮টি টেলিভিশন, বিভিন্ন পণ্য ও ক্যাশবাক্সে থাকা নগদ ৮ হাজার ৯০০ টাকা চুরি করে নিয়ে যায়।

চকরিয়া যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্লাজার ম্যানেজার নয়ন দে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইল প্লাজায় চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: