চকরিয়া পৌরসভা এলাকায় পিতা-মাতাকে হামলাকারী সেই সন্ত্রাসী পুত্র আবদুর রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তার ভাই আবদুল করিম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, চকরিয়া পৌরএলাকা ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার বাসিন্দা আলহাজ্ব আবদুস ছোবহানের পুত্র আবদুর রহিমের বিভিন্ন অপরাধ পরিবারের লোকজন বাধা দেওয়ায় সন্ত্রাসী কায়দায় পিতা আলহাজ্ব আবদুস ছোবহান (৯০), মাতা জমিলা খাতুন (৭৫), ভাই আবদুর করিম (৪৫) তার স্ত্রী জেসমিন আক্তার (৪০) কে ধারালো কিরিচ দিয়ে কুপিয়েছে। ওইসময় জেসমিন আক্তারের বাম হাতের দুটি আঙ্গুল ছিড়ে যায়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর এঘটনায় আবদুর করিম বাদি হয়ে আবদুর রহিম (৫৫) তার পুত্র রেজাউল করিম (২৪), মো: সোহেল (১৮) মৌলভীর চরের মৃত সোলেমানের পুত্র মো: রফিক, নাছির উদ্দিন ও জাহেদ সহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চকরিয়া উপজেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের হাকিম মামলাটি তিনদিনের মধ্যে রেকর্ড করে আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছে।
পাঠকের মতামত: