ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ভ্রাম্যমান সিএনজি গ্যাস বিক্রির অপরাধে মালিককে এক লাখ টাকা ও চার হোটেলকে জরিমানা

gas-picচকরিয়া অফিস :

চকরিয়া পৌরশহরে ভ্রাম্যমান সিএনজি গ্যাস বিক্রির অপরাধে মালিককে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। চিরিঙ্গা শহরে বিভিন্ন হোটেল গুলোতে পচাঁ-বাসি ও নোংরা পরিবেশে খাবার রাখার কারণে শহরের চারটি রেষ্টুরেন্টকে জরিমানা করেছে। গত ২৫মে কক্সবাজার জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।

জানা যায়, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড স্টেশন পাড়ার স্থানীয় বিএনপি নেতা নাজেম উদ্দিন দীর্ঘদিন ধরে থানা পুলিশকে ম্যানেজ করে প্রকাশ্যে সিএনজি গ্যাস বিক্রি করে আসছিলেন। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ব্যবসা চালালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রহস্যজনক কারণে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন নি। ফলে দেদারচ্ছে বিক্রি করছেন অবৈধ সিএনজি গ্যাস। গত ২৫মে কক্সবাজার জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তুষার আহমদের নেতৃত্বে এক দল পুলিশ চকরিয়া পৌরশহরের চিরিঙ্গার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। স্টেশনপাড়া এলাকায় বিএনপি নেতা নাজেম উদ্দিনের মালিকাধিন অবৈধভাবে সিএনজি বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। এসময় চিরিঙ্গা শহরের পচা-বাসি, নোংরা পরিবেশে খাবার রাখার অপরাধে অভিজাত রেস্টুরেন্ট ধাঁনসিড়ি ১০হাজার টাকা, গ্রীণচিলি ১০হাজার টাকা, স্বাদ ৫হাজার টাকা, ফুল কলি ৫হাজার টাকা, নিয়মবর্হিভূতভাবে স্বর্ণে গ্যাস ব্যবহার করার দায়ে দুই স্বর্ণের কারিগরকে ৪হাজার টাকা জরিমান করেন। এছাড়াও মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে চিরিঙ্গা ছিদ্দিক ফিলিং স্টেশনকে ২হাজার টাকা এবং লাইসেন্সবিহীন আবাসিক হোটেল ব্যবসার দায়ে হোটেল কাসপাকে ২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। ##

পাঠকের মতামত: