ছবির ক্যাপশন :
পালাকাটা জেটি রোড় এর মাছ ঘাট ব্রীজ। সিডউলে আছে লম্বা ৫০ফুট, প্রস্থ ১৪ফুট, হাইট ২০ফুট, নীচে ২শত বল্লীর ফাইলিং এর উপর পাথরের কংক্রীট দিয়ে সিলেটর বালী দিয়ে RCC ঢালাই। কিন্তু পিআইও’ র সাথে আঁতাত করে ঠিকাদার কাজ করছেন লম্বা ৪৫ ফুট, প্রস্থ ১৩ ফুট, হাইটে ১৭ফুট দিয়ে বল্লীর ফাইলিং ছাড়াই নরম কাদার উপর ইটের কংক্রীটের সাথে লোকেল বালীর RCC ঢালাই দিতে চেষ্টা করছেন ঠিকাদার। এ ভাবেই নির্মিত হচ্ছে ব্রীজ। কিন্তু মেনে নিতে পারছেননা এলাকাবাসী। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে কাজ করতে দেবে না। পিআইও বলেন, সিডিওলে থাকলে ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম ও ইউএনও স্যার বলছেন, এভাবে লম্বা ৪৫ ফুট, প্রস্থ ১৩ ফুট, হাইটে ১৭ফুট দিয়ে বল্লীর ফাইলিং ছাড়া ইটের কংক্রীটের সাথে লোকেল বালীর RCC ঢালাই দিতে। তাই সে ভাবেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছি।
পাঠকের মতামত: