ঢাকা,সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

চকরিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও সংম্বর্ধনা অনুষ্টান

মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :: কক্সবাজার জেলার চকরিয়ায় জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও স্মৃতিচারণমূলক অনুষ্টান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর বিকালে চকরিয়া কোরক বিদ্যাপীট মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া ও পেকুয়া উপজেলা কমান্ড এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্টানে প্রধান অথিতির বক্তব্য রাখেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) ছৈয়দ মো: ইবরাহিম বীর প্রতীক। মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মো: বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্টিত স্মৃতিচারণমূলক ও সংবর্ধনা অনুষ্টানে অথিতিদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের পেকুয়া উপজেলা শাখার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কেএম সালাহ উদ্দিনসহ চকরিয়া ও পেকুয়ার মুক্তিযোদ্ধগণ বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্টানে বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল সাকিব। অনুষ্টানে প্রধান অথিতির বক্তৃতায় মেজর জেনারেল (অব:) ছৈয়দ মো: ইবরাহিম বীর প্রতীক বলেন, আজ ১৬ ডিসেম্বর বাঙালী জাতির জন্য গৌরবের দিন। এ দিন দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আজ আমরা পৃথিবীর বুকে স্বাধীন জাতি। তিনি ১৯৭১সালে নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

পাঠকের মতামত: