ঢাকা,মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

চকরিয়ায় বাসের সাথে সংঘর্ষে মাইক্রোয় আগুন, নিহত ৩

garite agunচকরিয়া প্রতিনিধি ::

চকরিয়ায় গতরাত সাড়ে বারোটার দিকে যাত্রীবাহী মাইক্রো গাড়ি ও বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন জীবন্ত দগ্ধ হয়। এছাড়া অপর এক শিশুও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো বেশ কয়েকজন। চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের গলামারায় এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে চকরিয়া পৌরশহরে দুটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে জরুরী চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়া মাইক্রো গাড়িতে ১০ জনের বেশি যাত্রী লোক ছিলেন। সেখানে শিশু এবং কয়েকজন নারীও ছিলেন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, থানা পুলিশসহ স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রণে আনে। রাত দেড়টার পর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে তারা জানান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পাঠকের মতামত: