ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চকরিয়ায় বসতবাড়ি নির্মাণে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর প্রকৌশলীসহ আহত ৩

ahotaএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকার বসতবাড়ী নির্মাণ কাজে বাঁধা দেয়ার ঘটনায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। এসময় প্রকৌশলীসহ তিন ব্যাক্তিকে আহত করে। আহতদেরকে উদ্ধার করে পরিবার সদস্যরা উপজেলা সরকারী হাসপাতালে চিকিৎসা করে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ড লাল মিয়া সাওদাগর পাড়া এলাকায়।

আহতদের স্বজনরা জানিয়েছে, পালাকাটা মৌজার বি,এস ৭২১ নং খতিয়ানের আন্দর দাগের ২০শতক বসত ভিটায় কয়েকদিন আগে থেকে একটি পাকা দালান ঘর নির্মান করে আসছে।

আহতদের পরিবার সদস্যরা অভিযোগ করেছেন, স্থানীয় জালাল উদ্দিনের পুত্র মোঃ আসিফ সহ একটি চক্র দূলোভের বশীভূত বসতভিটার ওই জায়গা দখলে মঙ্গলবার সকালে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নির্মাণাধীন বাড়ীর মালামাল ভাংচুর করে। এসময় মারধরে আহত করা হয় কম্পিউটার ইঞ্জিয়ার আসমা সিদ্দীকা, তার বাবা বেলাল উদ্দিন আহমদ ও মাতা সাকেরা বেগমকে। এব্যাপারে প্রকৌশলী আসমা সিদ্দীকা বাদী হয়ে আসিফ সহ হামলাকারীর বিরোদ্ধে মামলার প্রস্তোতি নিচ্ছে বলে জানায়।

পাঠকের মতামত: