এম.জিয়াবুল হক,চকরিয়া:
চকরিয়া উপজেলার চিরিঙ্গা-মগনামা সড়কে অভিযান চালিয়ে পুলিশ ১৫ লিটার চোলাই মদসহ সফিউল আলম (৫০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাড়ির আইসি দেবাশীষ সরকার অভিযান চালিয়ে সড়কের হারবাং ছড়া সেতু থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সফিউল আলম পেকুয়া উপজেলার গোয়াখালী গ্রামের মৃত ছিদ্দিক আহমদের ছেলে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে হারবাং পুলিশ ফাড়ির আইসি (এসআই) দেবাশীষ সরকার বলেন, গাড়িতে করে এক ব্যক্তি চোলাই মদ পাচার করার খবর পেয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে চিরিঙ্গা-মগনামা সড়কের হারবাং ছড়া সেতু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওইসময় ১৫লিটার মদসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত: