ঢাকা,রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

চকরিয়ায় দেয়ালে পোষ্টার লাগানোর অপরাধে একজন আটক, কাউন্সিলর প্রার্থীকে অর্থ জরিমানা, অন্যদের সর্তক বার্তা

atokএম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়ায় আচরণ বিধি লঙ্গন করে দেয়ালে নির্বাচনী পোষ্টার লাগানোর অপরাধে এক কাউন্সিলর প্রার্থীর সমর্থক যুবককে আটক করেছে। আটক ওই যুবক হলেন পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনের সমর্থক। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন এবং উপজেলা ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মো.রফিকুল হকের নেতৃত্বে আদালত অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেন। তবে বিষয়টির ভুল স্বীকার করায় আদালতের ম্যাজিষ্ট্রেট অভিযুক্ত কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিনকে ৬হাজার টাকা অর্থ জরিমানা করে আটক যুবককে ছেঁেড় দিয়েছেন।

জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চকরিয়া পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারি রির্টানিং কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্গন করে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দেয়ালে পোষ্টার লাগাচ্ছেন এমন অভিযোগ পাওয়ার পর সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় হেলাল উদ্দিন নামের এক কাউন্সিলর প্রার্থীর পোষ্টার দেয়ালে লাগানোর সময় তার সমর্থক এক যুবককে আটক করা হয়। তিনি বলেন, পরে আদালতের ম্যাজিষ্ট্রেট ওই কাউন্সিলরকে ৬হাজার টাকা অর্থ জরিমানা করে আটক যুবককে ছেঁেড় দেন। অপরদিকে একইদিন তিনি ও আদালতের ম্যাজিষ্ট্রেট উভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতায় থাকা বেশির ভাগ মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে ডেকে এনে এবং মুঠোফোনে তাদের লাগানো পোষ্টার সমুহ একদিনের মধ্যে দেয়াল থেকে তুলে নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। #

পাঠকের মতামত: