ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চকরিয়ায় দুর্নীতির অভিযোগে দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা

mamla.চকরিয়া প্রতিনিধি :::

চকরিয়ায় চিংড়িজোনের জায়গা সংক্রান্ত বিষয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে কক্সবাজারের জেলা ও দায়রা জজ স্পেশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি আবু জাফর বাদি হয়ে বৃহস্পতিবার আদালতে এ মামলাটি করেন। এতে বিবাদি করা হয়েছে চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেনকে।

মামলার শুনানী শেষে গত ২০ এপ্রিল আদালতের বিচারক বাদির অভিযোগটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (অনুসন্ধান ও তদন্ত) পরিচালককে নির্দেশ দিয়েছেন।

রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লিটন বলেন, চকরিয়া উপজেলার রামপুর মৌজার চিংড়িজোনের সাত হাজার একর জায়গার মধ্যে ৫ হাজার ১৮ একর জায়গা তাদের পুর্ব পুরুষের সম্পত্তি। উক্ত সম্পত্তির মালিকানা ফিরে পেতে ২০১২ সালে সমিতির পক্ষে হাইর্কোটে একটি রিট মামলা (নং ১০৯৬২) দায়ের করেন সমিতির তৎকালীন সভাপতি সামসুল ইসলাম চৌধুরী। মামলার দীর্ঘ শুনানী শেষে চলতি ২০১৭ সালের ১২ জানুয়ারী উচ্চ আদালতের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাশ সমন্বয়ে একটি দ্বৈত বেঞ্চ সমিতির দাবিকৃত ওই জায়গার মালিকানা ফেরত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুমি মন্ত্রানালয়কে নির্দেশ দেন। পরে মন্ত্রানালয়ের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজার জেলা প্রশাসককে বলা হয়।

সমিতির বর্তমান সভাপতি আবু জাফর অভিযোগ করে বলেন, উচ্চ আদালতের নির্দেশে ভুমি মন্ত্রানালয়ের আদেশ মতে রামপুর সমিতির সভ্যাদের পুর্ব পুরুষের সম্পত্তি ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহনের অজুহাত দেখিয়ে চকরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান ও কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা (সদ্য অবসর) অমিতোষ সেন তাদের (রামপুর সমিতি) কাছ থেকে কয়েকদফায় মোটা অঙ্কের টাকা গ্রহন করেন। কিন্তু পরক্ষনে তাঁরা (দুই মৎস্য কর্মকর্তা) স্থানীয় প্রভাবশালী চিংড়িজমি দখলবাজ চক্রের সাথে আতাঁত করে কৌশলে অনিয়মের আশ্রয় নেন। উল্টো তাঁরা (অভিযুক্তরা) রামপুর সমিতির সভ্যদেরকে তাদের পুর্ব পুরুষের জায়গা ফেরত পেতে অসহযোগিতা করতে শুরু করেন।

সমিতির সভাপতি আবু জাফর বলেন, টাকা গ্রহনের পরও আদালতের নির্দেশনা অমান্য করে অভিযুক্ত দুই মৎস্য কর্মকর্তা দ্বৈতনীতি ভুমিকা পালন করায় বাধ্য হয়ে তিনি আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি করেছেন।

পাঠকের মতামত: