ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

চকরিয়ায় ডাম্পার ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইক চালক নিহত 

এম জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার বরইতলীতে বেপরোয়া গতির ডাম্পার ট্রাকের সঙ্গে ইজিবাইক গাড়ির মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটেছে। এতে ডাম্পার চাপা পড়ে ইজিবাইক চালক আবদুস সালাম (৩৫) নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা। এতে দুমড়ে মুচড়ে গেছে ইজিবাইক গাড়িটি।
নিহত ইজিবাইক চালক আবদুস সালাম পেকুয়া উপজেলার  শিলখালী হাজিরঘোনা আলিকদিয়া পাড়ার বাসিন্দা আবদু রাজ্জাকের ছেলে ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টিকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় দুইটি গাড়ি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
3 attachments

পাঠকের মতামত: