ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ট্রলির ধাক্কায় যুবক নিহত

acciচকরিয়া অফিস:

চকরিয়ায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় শহিদুল ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের মধ্যম বুড়িপুকুর এলাকায় পেছন থেকে ট্রলির ধাক্কায় গুরুতর আহত শহিদ বিকাল আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ট্র্িরলর ধাক্কায় নিহত শহিদুল ইসলাম ওই এলাকার মৃত আবু ছালেহের ছেলে।

চিরিংগা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, সোমবার সকাল ৮টার দিকে শহিদুল ইসলাম বাড়ী থেকে বের হয়ে পথে হাটাহাটি করার সময় পেছন থেকে একটি ট্রলি দ্রুত এসে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর জখম হলে শহিদকে প্রথমে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে বিকাল আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম। ##

পাঠকের মতামত: