এম.জিয়াবুল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৪৬ তম জাতীয় স্কুল ও মাদরাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ১৭ ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে সমাপ্ত হয়েছে।
সোমবার ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে উপজেলা পরিষদস্থ মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ফাইনাল খেলা। অনুষ্টিত ফাইনাল ম্যাচে উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে মালুমঘাট আইডিয়েল স্কুল চ্যাম্পিয়ন হয়েছেন। মাসব্যাপী শুরু হওয়া জাতীয় স্কুল ও মাদরাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার চারটি অঞ্চলে ভাগ করে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফুটবল, কাবাড়িসহ বিভিন্ন ইভেন্টের খেলায় অংশ নেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে টুর্নামেন্টে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও বিজীত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.দিদারুল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খাঁন, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শওকত হোসেন, ফুটবল কোচ নুরুল আবছার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, জাতির পিতার সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে যখনই আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখনই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন করে আশার সঞ্চার ঘটে। কারন শেখ হাসিনা নিজেও ক্রীড়াকে বেশি ভালবাসেন। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে বিকশিত করতে কাজ করছেন। সরকার ইতোমধ্যে ঘোষনা করেছেন, সারাদেশে প্রতিটি উপজেলায় একটি করে স্টেডিয়াম নির্মাণ করা হবে। যাতে স্কুল মাদরাসার ক্ষুদে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নিজেকে তৈরী করতে পারে। তিনি বলেন, সব সেক্টরে সমান উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনা সরকার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে কাজ করছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মেধাবিকাশে বদ্ধপরিকর সরকার। এই লক্ষ্য থেকে সরকার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সুচনা করেছেন। যার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা একদিন দেশসেরা তারকা খ্যাতি অর্জন করতে পারে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়া সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো ভাল নৈপুণ্য প্রদর্শনে খেলোয়াড়দের তৈরী করতে সংশ্লিষ্টদের আহবান জানান।
পাঠকের মতামত: