ঢাকা,শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চকরিয়ায় গোয়ালঘর থেকে ৪ গরু চুরি

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় কৃষকের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) ভোররাত ৪টায় কাকারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার আউলিয়া নগর এলাকা থেকে এসব গরু চুরি হয়।

গরুর মালিক মো. আলমগীর বলেন, ভোরে ঘুম থেকে উঠে উঠানে বের হলে দেখি গোয়াল ঘরে গরু নেই। পরে জানতে পারি একটি মিনি পিকআপ করে চারটি গরু পৌর শহরের দিকে নিয়ে যাচ্ছে। চারটি গরুর আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা হবে। ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করেছি। এ বিষয়ে থানায় লিখিত এজাহার দেওয়া হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গরু চুরির বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: