চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় হোম কোয়ারেন্টাইন না মেনে বাড়ির বাহিরে ঘুরাফেরা করায় থাইল্যান্ড প্রবাসী এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বুধবার (২৫ মার্চ) দুপুরে চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকায় ওই প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, গত কয়েকদিন পূর্বে থাইল্যান্ড থেকে দেশে ফিরেন চকরিয়া পৌরসভার ঘনশ্যাম বাজার এলাকার ওই প্রবাসী। পরে তিনি হোম কোয়ারেন্টাইনে না থেকে বাড়ির বাইরে ঘুরাফেরা করায় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে স্থাণীয় লোকজন বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানকে অবহিত করলে তাঁর নির্দেশে বুধবার দুপুরে পৌর সদরের ঘনশ্যাম বাজার এলাকায় ওই প্রবাসীর বাড়িতে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরাফেরা করার বিষয়টি ওই যুবক স্বীকার করায় পরে তার কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তানভীর হোসেন আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয় ও সরকারী নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারান্টাইন মেনে চলার জন্য থাইল্যান্ড প্রবাসী ওই যুবককে নির্দেশনা প্রদান করা হয়। যদি তিনি প্রশাসনিক নির্দেশনা অমান্য করে আবারও এলাকায় ঘুরাফেরা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে