চকরিয়া উপজেলার বদরখালীস্থ কোষ্ট গার্ড মহেশখালী জোনের অভিযানে দেশে তৈরী একটি এলজি ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কোষ্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে বদরখালীস্থ কোষ্ট গার্ড মহেশখালী জোনের কন্টিজেন্ট কমান্ডার এম.আমিনুল হক বলেন, সোমবার দিবাগত রাতে তার নেতৃত্বে কোষ্টগার্ডের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকায় অভিযান পরিচালনা করেন। ওই সময় পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার করা হয় দেশে তৈরী একটি এলজি, একটি তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা। তিনি বলেন, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। #
পাঠকের মতামত: