ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় এসএ পরিবহন থেকে ২টন পলিথিন সহ ম্যনেজার আটকঃ ৫০হাজার টাকা জরিমানা

indexমনির আহমদ, চকরিয়া অফিস ॥

চকরিয়ায় অভিযান চালিয়ে এসএ পরিবহনের গাড়ী দিয়ে বহন করে আনা ২টন পলিথিন সহ এসএ পরিবহনের ম্যানেজার কে আটক করেছে ভ্রাম্যমান আদালত। নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে এসএ পরিবহনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৪টায় নিষিদ্ধ পলিথিন পরিবহনের সুনির্ধিষ্ট অভিযোগের ভিত্তিতে এসএ পরিবহনের চকরিয়া শাখায় অভিযান চালায় প্রশাসন। পুলিশ এসএ পরিবহনের অফিসের সামনে দন্ডায়মান চট্টগ্রাম থেকে আসা এসএ পরিবহন নামের ঢাকা মেট্রো উ ১১-৩৭৮৭ নং ট্যাংক লরীর ভিতর থেকে অনুমানিক ২টন ওজনের (২৯মেগা বস্থা) পলিথিন জব্দ করেন। নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে প্রশাসন এসএ পরিবহনের চকরিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো:শফিকুল ইসলামকে আটক সহ ৫০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

পাঠকের মতামত: