এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর সুরাজপুর নয়াপাড়া গ্রামের শতাধিক পরিবারকে মাতামুহুরী নদীর বন্যার তান্ডব থেকে রক্ষা করতে স্থায়ী মাটির তৈরী বেড়িঁবাধ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ সরকারি বরাদ্দের বিপরীতে শুক্রবার বিকালে উপস্থিত থেকে ওই এলাকার প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ উদ্ভোধন করেছেন। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমাউল হুৃসনা, জেলা পরিষদের নারী সদস্য রেহেনা খানম রাহু, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক, এমপির ব্যক্তিগত সহকারি মো.নাজেম উদ্দিন, ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, মাতামুহুরী নদীর উপত্তিস্থল উজানে পার্বত্য বান্দরবানের লামা ও আলীকদম উপজেলা থেকে প্রবাহিত নদী হয়ে প্রতিবছর বর্ষাকালে পাহাড় থেকে ঢল নামে। পাহাড়ি ঢলের প্রথম ধাক্কাটি লাগে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর নয়াপাড়া পয়েন্টে। প্রতিবছর নদীর তান্ডবের কারনে তীর এলাকার জনগনের বসতঘর ও আবাদি জমি নদীতে বিলীন হচ্ছে। অনেক পরিবার ভিটেবাড়ি হারিয়ে পথে বসেছে। তিনি বলেন, বিষয়টি সম্প্রতি সময়ে স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছকে অবহিত করা হলে তিনি (এমপি) সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দের বিপরীতে ওই এলাকায় মাটি তৈরী বেড়িবাঁধ নির্মাণ করার ঘোষনা দেন। ইউপি চেয়ারম্যান বলেন, ঘোষনা অনুযায়ী শুক্রবার বিকালে হাজি মোহাম্মদ ইলিয়াছ উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্ভোধন করেছেন। আশা করি বেড়িবাঁধটি নির্মাণ কাজ শেষ হলে ইউনিয়নের কয়েকশত পরিবার বন্যার তান্ডব থেকে রক্ষা পাবে। #
পাঠকের মতামত: