ঢাকা,বুধবার, ৯ অক্টোবর ২০২৪

চকরিয়ায় উপজেলা পরিষদের পুকুরে ডুবে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু 

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে অর্ণ দাশ (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত অর্ণ দাশ চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়া গ্রামের অনুরাম দাশের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু। তিনি বলেন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী অর্ণ দাশ গতকাল বৃহস্পতিবার  সকালে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায়।
বিকালে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টি হওয়াতে বন্ধুদের সাথে উপজেলা পরিষদের আবাসিক একটি পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধান বশত: সে পানিতে ডুবে যায়।
তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে সহপাঠীরা মুর্মুর্ষ অবস্থায় পুকুর থেকে অর্ণকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুকুরে গোসল করতে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা হাসপাতালে ছুটে আসে। এসময় নিহতের মা ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভাবি হয়ে উঠে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন,  উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।  এব্যাপারে থানায় একটি সাধারণ  ডায়েরি  লিপিবদ্ধ করা হয়েছে। ##

পাঠকের মতামত: