ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার ৬’শ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আজিজুল হক ভুট্টো (৪২) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার সিকদার পাড়ার মৃত মোজাফফর আহমদের ছেলে।

আজ বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজরা ইউনিয়নের বন বিভাগের সামনের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি টিম চেকপোস্ট বসিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি করা হয়। এসময় একটি যাত্রীবাহী লেগুনা গাড়ি তল্লাশি করে ৭ হাজার ৬’শ পিস ইয়াবাসহ আজিজুল হক ভুট্টো নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।

পাঠকের মতামত: