ঢাকা,বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন 

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ৪টায় কোনাখালী বাঘগুজারা সেতুর উপরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান দিদারুল হক ,বকুল মেম্বার দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট এবং বাঘগুজারা সেতু হুমকির মুখে পড়েছে।

মানববন্ধন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আরো বলেন, সাবেক এমপি জাফরের নির্দেশে বিগত ১৭ বছর তাদেরকে মিথ্যা মামলাও হয়রানি করেছিল বকুল মেম্বারা। ড্রেজার মিশিন দিয়ে বালু উত্তোলনের ফলে  একদিকে পরিবেশ দূষণ অন্য দিকে সরকার রাজস্ব হারাচ্ছে। এই বালু দস্যুরা কোনাখালীতে অন্তত ১২টি স্থান থেকে বালু উত্তোলন করে মারাত্মক ঝুঁকিতে পেলেছে।

কোনাখালী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,

কোনাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুস । ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম,

কোনাখালী ইউনিয়ন যুবদলের সাধারণ মনির হাসান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইসলাম,যুগ্ন সম্পাদক রাসেল রানা,ছাত্রদলের সভাপতি আমির হোসেন,সাধারণ সম্পাদক মুজাদদুল জারিফ,যুগ্ন সম্পাদক মুসলিম উদ্দীন মুবিন,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ,ক্রিড়া সম্পাদক সাকিব,

কোনাখালী ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি বদি আলম,।একই ওয়ার্ডের সভাপতি রশিদ আহমদ,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শফি প্রমুখ।

পাঠকের মতামত: