চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নে হাঁসের দিঘি এলাকা থেকে অস্ত্রের মূখে বাড়িঘর দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে
এক এস.এস.সি পরীক্ষাথীকে অপহৃনের ৪৮ ঘন্টার পর পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরণকারী মহি উদ্দিনকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ১১টায় চকরিয়া থানা পুলিশ উপজেলার ডুলাহাজারা বালুরচর এলাকার তাদের গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে গত শনিবার গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাসের দীঘি এলাকার মহিবুল্লার মেয়ে এস.এস.সি পরীক্ষার্থী মেহেরুন্নেছা (১৭) কে একই এলাকার আবু ছিদ্দিকের ছেলে মহি উদ্দিন অস্ত্রের মূখে অপহরণকরে নিয়ে যায়। এ ব্যাপারে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হলে পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে এ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুরচর এলাকায় গতকাল সোমবার সকাল ১১টায় উদ্ধার অভিযান চালায়। এ অভিযানে নেতৃত্বদেন চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী। তিনি জানান গ্রেফতারকৃত অপহরণকারী মহি উদ্দিনকে আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হয়েছে। স্থানীয় লোকজন এ ঘটনার পর অনেকে বলাবলি করছে প্রেমের জ্বালায় পালিয়ে যাওয়া জুটির নায়ক মহিউদ্দিন অবশেষে শ্রী ঘরে গেছে। ##
পাঠকের মতামত: