ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

চকরিয়ার সংবাদপত্র এজেন্ট কামাল ও জয়নাল আবেদিন কমিশনারের ভাই হাজী রফিকের ইন্তেকাল, আজ জানাজা

RAFIQUE  CHAKARIA 29-05-2016এম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া পৌরসভা ৩নম্বর ওয়ার্ডের তরছঘাটা গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ্ব মাষ্টার এজহার হোছাইনের ৩য় পুত্র ও ছিকলঘাটস্থ চকরিয়া সেনেটারীর মালিক আলাহাজ্ব রফিক উদ্দিন ২৯মে সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০বছর। তিনি সাবেক পৌর কমিশনার জয়নাল আবদীনের বড় ভাই ও চকরিয়া সংবাদপত্র এজেন্ট হাজী কামাল উদ্দিনের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ১মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আলহাজ্ব রফিক উদ্দিনের জানাজার নামাজ আজ সকাল ৯টায় লক্ষ্যারচর তরছঘাট সিকদারপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। হাজী রফিকের মৃত্যুতে এলাকার সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে আলহাজ্ব রফিক উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দরা। বিবৃতিতে চকরিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন এমএ, পৌরসভা সভাপতি অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন সহ নেতৃবৃন্দরা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের সকল নেম আমল সমূহ কবুল করে বেহেস্তের উচ্চ মর্যাদা কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত: