ঢাকা,মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

চকরিয়ার মালুমঘাট চা-বাগানে বিলুপ্ত প্রাণী গুই সাপকে গুলি করে হত্যা

zzzzzচকরিয়া অফিস :

কক্সবাজার জেলা অর্ধেকেরও বেশি এলাকা জুড়ে বন আর ঝোপ-জঙ্গলে আবৃত। রয়েছে বিল, ডোবা, ছড়াখাল ও নদীনালা। জীববৈচিত্র রক্ষায় বন ও বিল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পশুপাখির জন্য গড়েছে নিরাপদ আশ্রয়। কিন্তু মানবসৃষ্ট নানা সমস্যায় জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। বন উজাড়, পশুপাখির খাদ্য হিসেবে ব্যবহৃত উদ্ভিদ ধ্বংস, বন দিয়ে প্রবাহিত ছড়াগুলো ভরাট হয়ে যাওয়ায় বনের পশুপাখিদের চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে খাবারের সন্ধানে বন থেকে প্রাণী গুলো লোকালয়ে বেরিয়ে আসছে। মানুষের হাতে ধরা পড়ছে অনেক। আর রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় পিস্ট হয়ে মারা যাচ্ছে অনেক প্রাণী। এইরকম ঘটনা অহররহ ঘটছে। গত ২মে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চাবাগান এলাকায় প্রায়ই বিলুপ্ত প্রাণী একটি গুই সাপকে গুলি হত্যা করেছে। এমনকী ওই নিরহ প্রাণী গুই সাপটিকে মাটিতে পড়ে গেলে কয়েক রাউন্ড এয়ারগানের গুলি দিয়ে মেরে ফেলে। হত্যার পর গুই সাপটি বাড়িতে নিয়ে যায়।

মালুমঘাট এলাকার সমাজ কর্মী সাজ্জাদ হোসেন জানান, গত বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে বিলুপ্ত হওয়া প্রাণী একটি গুই সাপ ছড়াখাল পারাপার করছিলো। ওইসময় স্থানীয় এক গ্রাম্য চিকিৎসক ডা: উদয়ন সহ কয়েক জন যুবক মিলে গুই সাপটিকে ধাওয়া করে। পরে গুই সাপটি প্রাণে রক্ষার জন্য মালুমঘাট খ্রিষ্টান উচ্চ বিদ্যালয়ের একটি গাছের উপরে উঠে পড়ে। ওইসময় উদয়ন তার বাড়ি থেকে একটি এয়ারগান বন্দুক এনে সাপটিকে লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি ছুড়ে। উপর্যপুরি গুলিতে গুই সাপের ঘায়ে গুলি লাগলে মাটিতে পড়ে যায়। এসময় উদয়ন আরও কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তী সময়ে ওই লোকটা গুই সাপটি বাড়িতে নিয়ে যায় বলে তিনি জানান। ##

পাঠকের মতামত: