চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মহুরীঘোনা চিংড়ি জোন এলাকায় পলবোটে আটকে গিয়ে আনিসুর রহমান (৩৫) নামে ঘেরের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সে খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের সেগুনবাগিছা গ্রামের ছাবের আহমদের পুত্র। গতকাল ২৯সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে ঘটেছে এঘটনা।
মারা যাওয়া আনিসের সাথে থাকা মহুরীঘোনা চিংড়ি ঘেরের অপর কর্মচারী উলামিয়ার পুত্র নুরুল ইসলাম জানিয়েছেন, তারা দুইজনই ঘেরের পলবোটে কাজ করেন। সকাল ১০টার দিকে তারা সাথে ছিলেন। বাড়ি আসার পর দুপুর ১টার দিকে গিয়ে দেখেন আনিস পানিতে ঢোবে রয়েছে। পড়নে কাপড় ছিলনা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সংসারে সাড়ে ৩বছর বয়সী এক সন্তান রয়েছে।
এদিকে খবর নিয়ে জানাগেছে, খুটাখালীর মহুরীঘোনায় ৮শত একর মাছ চাষের জমি রয়েছে। ওই ঘেরে অন্তত ৬০/৭০জন কর্মচারী কাজ করে। ঘেরের মালিকানা রয়েছে প্রায় ১৩০জন ব্যক্তি। তবে লাশের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নাই।
চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানিয়েছেন, হাসপাতালে লাশ আনার খবর পেয়ে থানার এসআই গৌতককে পাঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
পাঠকের মতামত: