কক্সবাজার প্রতিনিধি :: :
কক্সবাজার বঙ্গোপসাগরে গত কয়েকদিন ধরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। প্রতিদিন সাগর থেকে মাছের ঝাঁপি নিয়ে শতাধিক ট্রলার ভিড়ছে কক্সবাজার শহরের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারীঘাটে। এরমধ্যে গত দুইদিন ধরে প্রায় ৭০ মেট্রিন টন করে ইলিশ রাজধানী ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে ধরা পড়া ইলিশের মধ্যে অধিকাংশই ডিমওয়ালা মাছ। অথচ সাগরে মাছধরার উপর নিষেধাজ্ঞা শুরু হবে আরো ১০ দিন পর, অর্থাৎ ১২ অক্টোবর থেকে। এদিকে সাগরে ঝাকে ঝাকে ধরা পড়া ঝাটকা ইলিশে ভরে গেছে চকরিয়ার ভিভিন্ন হাট-বাজার। এসব ঝাটকা বিক্রি হচ্ছে দেদারছে। প্রতি কেজি ৬থেকে ৭টির মতো ইলিশের দাম মাত্র ১শত টাকা থেকে দেড় শত টাকা । চকরিয়ার সাহারবিল ছোয়ার ফাড়ি, বদরখালী ও বুড়িপুকুর ঘাট এলাকায় প্রচুর পরিমাণে ঝাটকা ইলিশ ভর্তি ট্রলার ভিড়ছে প্রতিদিন। প্রশাসনের চোখ ফাকিঁ অসাধু ঝাটকা ইলিশ ব্যবসায়ী প্রতিদিন বাজার ছাড়া গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়ছে।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, গত প্রায় ২০ দিন ধরে কক্সবাজার বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বিপুল পরিমাণ ইলিশ। তবে ধরা পড়া ইলিশের মধ্যে শতকরা নব্বই ভাগই ডিমওয়ালা মাছ। অথচ সাগরে মাছধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিনের জন্য। বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মৎস্যবিজ্ঞানীদের মতে, প্রজনন মৌসুম উপলক্ষে ইলিশ মাছ ডিম ছাড়তে নদী মোহনায় আসবে আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সময়ে। এ কারণে ওই সময়ে সাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্টদের মতে, আরো প্রায় ২০ দিন আগে থেকেই সাগরে ইলিশের প্রজনন মৌসুম শুরু হয়েছে। ইলিশের দল ডিম ছাড়তে এখন ঝাঁকে ঝাঁকে নদী মোহনার দিকে আসছে। এই কারণে কক্সবাজারের উপকূলবর্তী বঙ্গোপসাগরে এখন বেশি পরিমাণ ইলিশ ধরা পড়ছে।
বর্তমানে সাগরে ধরা পড়া অধিকাংশ ইলিশই ডিমওয়ালা- একথা স্বীকার করে কক্সবাজার শহরের ফিশারীঘাটস্থ মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক জুলফিকার আলী বলেন, গত পক্ষকাল ধরে ধরা পড়া ইলিশের মধ্যে শতকরা ৭০ ভাগই ডিমওয়ালা মাছ। তবে দরিয়ানগর ট্রলার মালিক সমিতির সভাপতি নজির আলমের মতে, এই হার শতকরা নব্বই ভাগের বেশি হবে।
একই তথ্য নিশ্চিত করেন শহরের মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ আলী বাবুল। তার মতে, এখন ধরা পড়া ইলিশের মধ্যে শতকরা নব্বই ভাগের চেয়ে অনেক বেশি ডিমওয়ালা মাছ।
কক্সবাজারের সচেতন মহলের মতে, আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সাগরে মাছধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হলেও এরআগেই ইলিশের দল ডিম ছেড়ে গভীর সাগরের দিকে চলে যাবে। অথবা জেলেদের জালে আটকা পড়ে মানুষের উদরে চলে যাবে। ইলিশের দল ডিম ছাড়ার জন্য যখন নদী মোহনার দিকে আসছে, তখন মাছধরা নিষিদ্ধ করা হল না কেন- প্রশ্ন তাদের।
এ বিষয়ে দেশের বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ড. ম কবির আহমদ বলেন- দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাচুর্য বৃদ্ধির জন্য মাছের প্রজনন মৌসুমের সঠিক সময় নির্ধারণ করতে হবে। সঠিক সময় নির্বাচনে ব্যর্থ হলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে। এতে মাছের প্রাচুর্যও কমে যাবে।
প্রকাশ:
২০১৬-১০-০২ ১৪:৫৯:৩২
আপডেট:২০১৬-১০-০২ ১৫:০১:৫৯
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- ঈদগাঁও’র নবাগত ইউএনও বিমল চাকমা
পাঠকের মতামত: