এইচ এম রুহুল কাদের, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৌর সচিব মাসউস মোর্শেদের নেতৃত্বে সন্ত্রাসী ভাড়ায় এনে প্রকাশ্য দিবালোকে জমি জবর দখল বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। এদিকে, জমিতে সকল প্রকার স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং অবাধ্য হয়ে কাজ করলে থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন চকরিয়ার সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক (সিনিয়র সহকারী জজ)। চলতি ৯জানুয়ারী’২৫ ইং এই আদেশ দেন। এরপরও ২০ জানুয়ারী বিকেলে চকরিয়া থানার উপপরিদর্শক জাকির হোসেন পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অভিযুক্তদেরকে কাজ বন্ধ রাখতে আদালতের নির্দেশে নোটিশ জারি করেন।জমি মালিক চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের ষ্টেশন পাড়ার বাসিন্দা মৃত নুর আহমদের পুত্র মোহাম্মদ হোসাইন বাদী হয়ে মামলাটি (নং অপর- ২১০/২০২৪) করেন।
জমি জবর দখল করে বহুতল ভবন নির্মাণ চেষ্টা
চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা মানছে না পৌর নির্বাহী কর্মকর্তা

পাঠকের মতামত: