ঢাকা,বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

“ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল” !

xcvcvআতিকুর রহমান মানিক, কক্সবাজার :

“ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল”, বাংলা পুথির বহুল প্রচলিত শ্লোক। এটি প্রবাদও বটে। সওয়ারীর কাজে ব্যাবহৃত ঘোড়া সাধারণতঃ অন্যকে পিঠে বহন করে। কিন্তু ঘোড়া যখন অপর কোন কিছুর উপর নিজেই সওয়ার হয়, ব্যাপারটা একটু বেমানানই ঠেকে। তবে এখানে রিক্সাভ্যানের উপর সওয়ার হয়েছে আস্ত মোটর সাইকেল। পর্যটন শহর কক্সবাজারের প্রধান সড়কসহ অলি-গলিতেও গত কয়েকদিন যাবৎ এরকম দৃশ্য চোখে পড়ছে। ভ্যানগাড়ীতে একটি মোটর সাইকেল দাড় করিয়ে রেখে টেনে টেনে বিভিন্ন পয়েন্টে লটারীর টিকেট বিক্রি করা হচ্ছে। চলমান বাণিজ্য মেলায় প্রতিদিন অনুষ্ঠিত লটারীর বিকিকিনি বাড়াতেই নাকি এ “ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল” সিষ্টেম প্রচারনা। প্রতিটি টিকেট বিশ টাকা হারে বিক্রি করা লটারীর প্রথম পুরস্কার নাকি এই মোটরসাইকেল।  মোটরসাইকেল অন্যকে বহন করলেও প্রচারের দায়ে পড়ে এখন নিজেই চড়ছে রিক্সাভ্যানে!

পাঠকের মতামত: