ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে শহরে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান, পাঠদান বন্ধ

ৃৃৃৃুযযযবার্তা পরিবেশক :

গত ২১ মে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ হয় কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডস্থ শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুতুব একাডেমী। স্কুলের টিনের চাল ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যায়। ফলে ভেতরে থাকা আসবাবপত্র বৃষ্টির পানি ও জোয়ারের পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে বলে জানা যায়। বর্তমান সরকার যেখানে শিক্ষা প্রচার ও প্রসারে বিভিন্ন প্রকল্প-কর্মসূচী হাতে নিয়েছে ঠিক এই মুহুর্তে ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানটি যেন দেখার কেউ নেই! দীর্ঘ ১ যুগেরও বেশী সময় ধরে ওই এলাকায় শিক্ষা বিপ্লব ঘটিয়ে চলছে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অত্র একাডেমী। প্রতিবছর পিএসসি ও জেএসসি পরীক্ষায় সফলতা লাভ করার পাশাপাশি ইআইআইএন ধারী শিক্ষা প্রতিষ্ঠানটি ঘূর্ণিঝড় রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্থের সংবাদ টিভি চ্যানেল ও অনলাইনে পরিবেশিত হয়। প্রতিষ্ঠানটি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ৩ দিন সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কারো সু-নজরে নেই বলে জানান উক্ত একাডেমীর অধ্যক্ষ হুমায়ুন সিকদার। সাড়ে ৪শ’র বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে। ক্ষতবিক্ষত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানটি মেরামত না হওয়ায় পাঠদান বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবকমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটি দ্রুত পুন: মেরামতের সুদৃষ্টি কামনা করছেন।

পাঠকের মতামত: