ঢাকা,বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

ঘু‌মেই মারা গে‌লেন কুতুব‌দিয়ার এটিও চকরিয়ার শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কুতুব‌দিয়াম প্রাথ‌মিক শিক্ষা অফিএসে র সহকা‌রি শিক্ষা অফিদসার ও চকিরয়া উপজেলার কাকারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শহীদুল্লাহ (৫৬) নিজ ক‌ক্ষে মারা গে‌ছেন।
বুধবার (২৭ নভেম্বর) রাত ৮টার দি‌কে কুতুব‌দিয়া হাসপাতাল গেইটো এক‌টি ভাড়া বাসা থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়।
প্রত্য‌ক্ষদর্শীরা জানায়, সহকা‌রি শিক্ষা অফিহসার শহীদুল্লাহ বুধবার অফিাস শে‌ষে মাগ‌রি‌বের আগেত বিশ্রাম নি‌তে বাসায় প্রবেশ ক‌রেন। বেশ কিছু ফোন কলে রি‌সিভ না হওয়ায় রাত আটটার দি‌কে ওই ক‌ক্ষে‌ খোঁজ নেয়া হয়। ভেতর থে‌কে দরজা বন্ধ থাকায় বিষয়‌টি পু‌লিশ‌কে খবর‌ দেয়া হলে পু‌লিশ এসে  রু‌মের দরজা ভে‌ঙে ভেত‌রে প্রবেশ ক‌রে বিছানায় তা‌কে মৃত দেখা যায়। এসময় শিক্ষা অফিপসারসহ শিক্ষকরা তা‌কে হাসপাতা‌লে নেয়। চি‌কিৎসক তা‌কে মৃত ব‌লে জানান।
উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা অফিাসার মুস‌লিম উদ্দি ন জানান, মো:শহীদুল্লাহ ২০১৯ সাল থে‌কে কুতুব‌দিয়ায় সহকা‌রি শিক্ষা অফিাসার হি‌সে‌বে কর্মরত আছোন। তি‌নি ডায়া‌বে‌টিসসহ একা‌ধিক রো‌গে ভুগ‌ছি‌লেন। তার স্ত্রীও জ‌টিল রো‌গে আক্রান্ত ব‌লে জানা গে‌ছে। ঘু‌মের ভিতর স্ট্রোক ক‌রে মারা গেছেন ব‌লে ধারণা করা হচ্ছে।
তি‌নি সাংবা‌দিকতায় মাস্টার্স ও কা‌মিল পাশ ক‌রে শিক্ষা বিভা‌গে যোগদান ক‌রেন। তি‌নি  শিক্ষক, শিক্ষা নি‌য়ে বেশ ক‌য়েক‌টি গ‌বেষনাধর্মী বই লি‌খেন।
শিক্ষা অফি সার শহীদুল্লাহর গ্রা‌মের বা‌ড়ি চক‌রিয়া উপ‌জেলার কাকারা গ্রা‌মে।

পাঠকের মতামত: