ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

খুটাখালীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিহতসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ::

চকরিয়া উপজেলার খুটাখালীতে নোহা প্রাইভেট গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার ৪ মার্চ দুুপুর পৌনে ১ টার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা। নিহতের নাম হেডম্যান নজির আহমদ (৯০), সে বর্ণিত ইউনিয়নের জয়নগর পাড়ার মরহুম ঠান্ডা মিয়ার পুত্র। নিহতের পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে নজির আহমদ নামাজ পাড়ার জন্য বাড়িতে বের হয়ে খুটাখালী কেন্দ্রীয় মসজিদে আসছিলেন। এসময় তিনি খুটাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌছলে দ্রুতগামী নোহা প্রাইভেট গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার সকাল ৯ টায় তার নামাজে জানাজা স্থানীয় কিশলয় স্কুল মাঠে অনুষ্টিত হবে বলে তার পরিবার সূত্র জানায়।

পাঠকের মতামত: