ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

কন্যা সন্তানের মা হলেন টিউলিপ

2016_04_09_16_44_04_71gFXLhnXYlNIfDESek873bq6aXMjE_originalসি এন ডেস্ক :

ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আর সেই মেয়ের নাম রাখা হয়েছে আজেলিয়া জয় পার্সি।

নিজ নির্বাচনী এলাকার স্থানীয় হ্যামস্টেড রয়েল ফ্রি হাসপাতালে শনিবার জন্ম নেয়া নবজাতক এবং মা টিউলিপ দু’জনেই সুস্থ আছেন। এদিকে প্রথম সন্তানের মা হওয়ার আনন্দে প্রচণ্ড খুশি টিউলিপ।

ব্রিটিশ পার্লামেন্টের নতুন এমপিদের মধ্যে স্মরণীয় বক্তব্যের জন্য টপ সেভেনে স্থান পাওয়া টিউলিপ সিদ্দিক ২০১৩ সালে সেন্ট জনস পার্সির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ওই সময় তিনি একজন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিয়ে পরবর্তী অনুষ্ঠানে তার খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

ব্রিটেনের রাজনৈতিক অঙ্গনে টিউলিপ সিদ্দিককে লেবার পার্টির একজন উদীয়মান তারকা রাজনীতিক হিসেবেই বিবেচনা করা হয়। সম্প্রতি ছায়া মন্ত্রিসভার পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি মনোনীত হয়েছেন টিউলিপ।

পাঠকের মতামত: