ঢাকা,বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

কথা দিয়েও কথা রাখলেন না ববি

13-3-300x238বিনোদন ডেস্ক ::

কথা দিয়েও তা রাখতে পারলেন না আইটেম ডান্সার ববি। শাহিন সুমনের পরিচালনায় নতুন একটি ছবিতে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু শুটিং শুরুর আগেই সেই প্রজেক্ট থেকে সরে এলেন তিনি।

সরে যাওয়ার কারণ হিসেবে ববি জানিয়েছেন, অভিনয় নয়, এখন প্রযোজনার কাজেই বেশি মনোযোগ দিতে চান তিনি। ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘বিজলী’ নামের একটি ছবিতে যৌথ প্রযোজক হিসেবে কাজ করছেন ববি। আর দিন কয়েকের মধ্যেই শুরু হবে সে ছবির শুটিং। সেই কাজে ব্যস্ত থাকায় আপাতত অভিনয় থেকে সরে গেলেন।

ঘনিষ্ঠ মহলে ববি এ আশঙ্কাও প্রকাশ করেছেন, এই খবরে হয়তো অনেকে তাঁকে ভুল বুঝতে পারেন। কিন্তু পরিচালক শাহিন সুমনের সঙ্গে কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই। শুধু সময় দিতে পারবেন না বলে এই মুহূর্তে ওই ছবির কাজ করতে নারাজ নায়িকা। আনন্দবাজার পত্রিকা

পাঠকের মতামত: