চৌফলদন্ডীকে কক্সবাজার সদরের আওতায় রাখার ঘোষনা দেওয়ায় সংসদ সদস্য সাইমুম সওরয়ার কমল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী। বহু জল্পনা কল্পনার অবসান ঘঠিয়ে শেষ পর্যন্ত চৌফলদন্ডী কক্সবাজার সদরের আওতায় থাকবে বলে আশ্বস্থ করলেন সংসদ সদস্য কমল। সম্প্রতি চৌফলদন্ডীকে ঈদগাও এর আওতায় আনার প্রতস্তাব আনা হয় সংসদে। এর পর থেকে চৌফলদন্ডী সচেতন নাগরিক ফোরাম গণস্বাক্ষরসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দাবি করে আসছে চৌফলদন্ডীকে সদরের আওতায় রাখার। এদাবি নিয়ে শনিবার চৌফলদন্ডীর সচেতন মহল সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সাথে কথা বলেল সাংসদ তাদের আশ্বস্থ করেন চৌফলদন্ডী যেভাবে সদরের আওতায় রয়েছে ভবিষ্যতেও সদরের আওতায় থাকবে।
চৌফলদন্ডীবাসীর পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ওয়াজ করিম বাবুল, সাংগঠনিক সম্পাদক সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী এহসানুল হক, সাধারণ সম্পাদক শাহ জাহান মুনির, ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আমীন, কক্সবাজার কমার্স কলেজের প্রভাষক এছারুল করিম, চৌফলদন্ডী সচেতন নাগরিক ফোরাম এর আহ্বায়ক ও মুখপাত্র, শফিউল আলম, সদস্য সচিব ও জেলা জাতীয় শ্রমীকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন শাওন, বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ মীয়া জঙ্গি, ফোরকান আহাম্মদ স্বাস্থ্য কর্মী , সদর উপজেলা যুবলীগের সহ-সম্পাদক হারুন উর রশিদ, সাবেক ইউপি সদস্য শহর আলী, মাস্টার মোঃ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ আলম, সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমান, সাবেক ইউনিয়ান যুবলীগের যুগ্নসাধারন সম্পাদক মন্জুর আলম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিপি শাহেদ মোস্তফা কিয়াস, প্রবাসী হারুন উর রশিদ, আকাশ ভুলু, ইসকান্দার মীর্জা, আমীন শরিফ, বেদারুল ইসলাম, মো.খোরশেদ, আশেক মোস্তাফা রিয়াজ, রিফাত চেীধুরী, মো. রাসেল সহ সকল সচেতন নাগরিক ফোরামের নেতারা ।
পাঠকের মতামত: