ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

কক্সবাজার শহরে মদসহ ৬ মাদকসেবী আটক

unnamed_1কক্সবাজার প্রতিনিধি :::

কক্সবাজার শহরের বড় বাজারস্থ রাখাইন পাড়ায় অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাই মদসহ ৬ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হলো-কলাতলীর মৃত সিরাজের পুত্র সাদ্দাম হোসেন (২৬), দক্ষিণ তারাবনিয়ারছড়ার শফিকুর রহমানের পুত্র আতিকুর রহমান (৫০), শাহপরীরদ্বীপের মোহাম্মদ হোসেনের পুত্র আব্দুল্লাহ (১৮), মহেশখালী দলিয়াপাড়ার মমতাজের পুত্র আব্দুস ছবুর (২০), দক্ষিণ কলাতলীর আব্দুর রহিমের পুত্র ইউনুছ (৩০) ও একই এলাকার মৃত আমির হামজার পুত্র আবছার (২৬)। সদর মডেল থানার উপ-পরিদর্শক মানস বড়–য়া ও উপ-পরিদর্শক মনোয়ারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পাঠকের মতামত: