এম.জিয়াবুল হক, চকরিয়া :::
কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের (রেজি: নং ১০৮৫) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে সংগঠনের কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার ট্টাক, মিনিট্টাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবদুর সবুর, সহ-সভাপতি নুরুল আমিন পুতু, অর্থসম্পাদক নাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল মান্নান, সিনিয়র সদস্য চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সামসুল আলম চেয়ারম্যান, সংগঠনের নবগঠিত বালুখালী শাখা কমিটির সভাপতি আবছার মেম্বার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার, পেকুয়া উপজেলা কমিটির সভাপতি ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আহমদ, সদস্য বেলাল উদ্দিন, শ্রমিক নেতা সাহাব উদ্দিন ও জাফর আলম প্রমুখ।
অনুষ্ঠিত সভায় আলোচনায় সিদ্বান্ত নেয়া হয়েছে সংগঠনের ৪জন সদস্যের মধ্যে দুইজন সদস্যকে ঈদের আগে মরনোত্তর ভাতা এবং সংগঠনের বয়স্ক সদস্যদেরকে ঈদ বোনাস দেয়া হবে। ঈদের পরে অবশিষ্ট দুইজন সদস্যকে মরনোত্তর ভাতা দেয়া হবে। সভায় ঈদের পর থেকে সংগঠনের দালান ও কল্যাণ তহবিল চেক করার সিদ্বান্ত গৃহিত হয়। অনুষ্ঠিত সভায় অতি সম্প্রতি কক্সবাজার জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুর্ণিঝড় মোরা তান্ডবে এবং পাহাড় ধসে নিহত সকলের স্বরণে বিশেষ মোনাজাত করা হয়।
পাঠকের মতামত: