ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সালাহউদ্দিন ও মোস্তাক চৌধুরীর মনোনয়নপত্র বৈধ

jilaporishad-election_1নিউজ ডেস্ক :::

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ ও মোস্তাক আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিস।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের বাছাই হয়। যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে এই দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র ‘বৈধ’ বলে জানিয়েছেন বাছাই টীম।
বাছাই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী মো. আবদুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
গত ১ ডিসেম্বর মনোনয়পত্র জমাদানের শেষ দিনে দুইজন চেয়ারম্যান প্রার্থীসহ ৯৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সেখানে সদস্য পদে ৭১ জন ও সংরক্ষিত পদে ২০ নারী সদস্য রয়েছে।
আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন।
চেয়ারম্যান পদে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে নির্বাচন করছেন সাবেক এমপি ও জেলা পরিষদ প্রথম চেয়ারম্যান এ.এইচ সালাহউদ্দিন মাহমুদ।
অন্যদিকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মোস্তাক আহমদ চৌধুরী।
রাজনৈতিক-সামাজিক বিবেচনায় দুই প্রার্থীই শক্তিশালী। কারো চেয়ে কেউ কম নন।
২৮ ডিসেম্বর ভোটাররাই জানিয়ে দেবে কে চেয়ারে বসার যোগ্য।
চেয়ারম্যান প্রার্থীরা ছাড়াও সংরক্ষিত আসন ও সাধারণ সদস্যদের বাছাই হচ্ছে।

ওয়ার্ডভিত্তিক প্রার্থীরা হচ্ছেন:
সংরক্ষিত ওয়ার্ড নং- ০১:
প্রীতি কণা শর্মা, শিরীন ফরজানা, মশরফা জান্নাত।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০২:
উম্মে কুলসুম, আসমা উল হোসনা, জাহানারা পারভীন, মর্জিনা বেগম, সৈয়দা নিঘাত আমিন।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০৩:
শাহানা বেগম, আনোয়ারা বেগম, ফিরোজা বেগম, লুৎফুন্নাহার , রেহেনা খানম।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০৪:
হামিদা তাহের, তাহমিনা চৌধুরী লুনা, শাহেনা আকতার (পাখি), রোমেনা আক্তার।
সংরক্ষিত ওয়ার্ড নং- ০৫:
আশরাফ জাহান কাজল, সানজিদা বেগম, আশরাফুন নেছা রিপা।
সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হচ্ছেন:
ওয়ার্ড নং- ০১, মো: জাহেদুল ইসলাম ফরহাদ মিজানুর রহমান আহামদ উল্লাহ, মনোয়ারুল ইসলাম চৌধুরী (মুকুল)। ওয়ার্ড নং- ০২ মুঃ কামাল উদ্দীন, জাফর আলম, মোঃ রুহুল আমিন, লুৎফুর রহমান, মোহাম্মদ ইকবাল চৌধুরী। ওয়ার্ড নং- ০৩, মোস্তফা আনোয়ার, আনোয়ার পাশা চৌধুরী, সিরাজ মিয়া, মুহাম্মদ আইয়ুবুর রহমান, শহিদুল ইসলাম মুন্না, আজিজুল হক (আজিজ)। ওয়ার্ড নং- ০৪, রিয়াজ খান রাজু, জাহাংঙ্গীর আলম, মোঃ জাহাঙ্গীর আলম, এস,এম,গিয়াস উদ্দিন, এ,টি,এম জায়েদ মোর্শেদ, মোঃ ইকবাল, আবুল কাশেম, মোঃ তারেক ছিদ্দিকী, মেহেদী হাসান, আবু হেনা মোস্তফা কামাল। ওয়ার্ড নং- ০৫, জহির হোছাইন, কমরুউদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ বদরুদ্দোজা, এ.টি.এম.জিয়াউদ্দীন চৌধুরী জিয়া, ফিরোজ আহমদ চৌধুরী, এস.এম. জাহাঙ্গীর আলম বুলবুল, মাহবুব রহমান। ওয়ার্ড নং- ০৬, এম আজিজুর রহিম, মোঃ আবু তৈয়ব, আকতার আহমদ, নুরুল আমিন চৌধুরী। ওয়ার্ড নং- ০৭, জাহেদুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, আবদুর রহিম, মোজাফ্ফর হোসেন পটু, খলিলুর রহমান, মোহাম্মদ ওয়ালিদ। ওয়ার্ড নং- ০৮, মোঃ শাহনেওয়াজ তালুকদার, মোক্তার আহাম্মদ চৌধুরী, আ.ন.ম. আমিনুল এহেছান, মোহাম্মদ ওমর ফারুক, সোলতান আহামদ। ওয়ার্ড নং- ০৯, মোঃ আরিফুল ইসলাম, মোঃ জুনায়েদ কবির, সোহেল জাহান চৌধুরী, আজিজুর রহমান, মঞ্জুরুল হক চৌধুরী, মিজানুল হক। ওয়ার্ড নং- ১০, মোঃ নুরুজ্জামান, উজ্জল কর, শামসুল আলম, রফিক উদ্দীন, মাহমুদুল করিম, মোঃ রুহুল আমিন। ওয়ার্ড নং- ১১, শামশুল আলম মন্ডল, পলক বড়ুয়া। ওয়ার্ড নং- ১২, মুহাম্মদ মুহিববুল্লাহ, শামসুল আলম। ওয়ার্ড নং- ১৩, নুরুল হক, আবদুর রহিম, রাহামত উল্লাহ। ওয়ার্ড নং- ১৪ , হুমায়ুন কবির চৌধুরী, মোঃ খাইরুল আমিন, খোরশিদা বেগম ও ওয়ার্ড নং- ১৫, জহির হোসেন, মোহাম্মদ শফিক মিয়া।

 

পাঠকের মতামত: