ঢাকা,রোববার, ১৩ অক্টোবর ২০২৪

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারন আসন ৫নং ওয়ার্ডে একমাত্র নারী সদস্য পদপ্রার্থী জন্নাতুল বকেয়া রেখার চোখে অনেক স্বপ্ন ও প্রত্যাশা

প্রেস বিজ্ঞপ্তি :::picture-of-jannatul-bokya

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারন আসন ৫ নং ওয়ার্ডে একমাত্র নারী সদস্য পদপ্রার্থী,জন্নাতুল বকেয়া রেখার চোখে অনেক স্বপ্ন ও প্রত্যাশা জন্নাতুল বকেয়া রেখা, কক্সবাজার জেলা পরিষদের নির্বাচনে সাধারণ ১৫টি আসনের মধ্যে চকোরিয়া উপজেলার ৪টি ইউনিয়ন বিএমচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন নিয়ে গঠিত কক্সবাজার জেলা পরিষদের সাধারণ আসন ৫ নং ওয়ার্ড থেকে (পুরুষের আসনে) একমাত্র নারী প্রার্থী। জন্নাতুল বকেয়া রেখা কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। বাবা মরহুম মৌলভী আহমদ কবির মাষ্টার একজন সৎ, ধার্মিক ব্যক্তি ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন। এলাকায় সাধারণ মানুষের কাছে মরহুম মৌলভী আহমদ কবি মাষ্টার একজন সৎ মানুষ হিসেবে পরিচিত। তারই কন্যা জন্নাতুল বকেয়া রেখা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে রাজপথের একজন পরিশ্রমী, সাহসী, স্পষ্টবাদী, নির্যাতিত নেত্রী। জন্নাতুল বকেয়া রেখা, একজন সমাজকর্মী, শিক্ষানুরাগী, নারী নির্যাতনের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত। কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে সাধারণ আসন ৫ নং ওয়ার্ডের একমাত্র নারী সদস্য পদপ্রার্থী। যিনি পুরুষ আসনে রক্ষণশীল মনোভাবকে অতিক্রম করে তৃণমূলে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করে চলেছেন। জন্নাতুল বকেয়া রেখা রাজপথের একজন কর্র্মী এবং একজন সমাজ কর্মী হিসেবে দলের মতভেদ আর অনৈক্য কে পেছনে ফেলে দলমত নির্বিশেষে তৃণমূলে নেতাকর্মীদের মন জয় করে কক্সবাজার জেলা পরিষদে একমাত্র ভিআইপি আসন ৫ নং ওয়ার্ডে ইতিবাচক ধারায় জয়ের প্রত্যাশা নিয়ে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। কক্সবাজার জেলার ও চকোরিয়া, পেকুয়া উপজেলার তৃণমূলের নেতা কর্মীগণ তাকে বিভিন্নভাবে উৎসাহ দিয়ে সাহসের সাথে এগিয়ে যাওয়ার জন্য নির্বাচনী যুদ্ধে সাধুবাদ জানিয়েছেন এবং সদস্য পদপ্রার্থী হিসেবে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। কারণ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড হলো জেলার ভিআইপি আসন। এই আসনে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন মাহমুদের বাড়ি। অন্যদিকে সাবেক জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপির বাড়ি। আর তাই ভাই কমর উদ্দিন এই আসনে সদস্য প্রার্থী। রাজপথের পরিশ্রমী নেত্রী হিসেবে ভোটার এবং সাধারণ মানুষ মনে করেছেন বসন্তের কোকিল শিল্পপতি কমর উদ্দিন নয়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর বুলবুল নয়, রাজপথের পরিশ্রমী, সাহসী, সৎ, সমাজকর্মী, সাধারণ মানুষের দীর্ঘদিন পরিক্ষিত সুখে-দুঃখের সাথী। জন্নাতুল বকেয়া রেখার সাথে হাড্ডা-হাড্ডি লড়াই হবে, ভোটাররা ক্রমেই তৃণমুলের নেত্রী জন্নাতুল বকেয়া রেখার পাশেই যুগছে। জন্নাতুল বকেয়া রেখা, আশা প্রকাশ করেছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে মহান আল্লাহর অশেষ রহমতে ভোটারদের সহযোগিতা ও সমর্থন নিয়ে এই ওয়ার্ড থেকে নির্বাচিত হলে তিনি সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণের মতামত ও পরিকল্পনা অনুযায়ী ৫ নং ওয়ার্ডকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তোলার চেষ্টা চালাবেন। এই বিষয়ে সকল সম্মানিত ভোটার এবং দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষ গুনীজন, শিক্ষক, পীর মাসেক, আউলিয়া, সাংবাদিক ও ভাই, মা-বোনদের দোয়া ও সমর্থন, সহযোগিত কামনা করছেন।

###################################################

Cox’s Bazar general seats in the district council elections, the only femal member of ward No.5 candidates, jannatul Bokeya Rekha outstanding so sight of the many dreas and expectations.

Owing to Jannatul Bokeya Rekha Cox’sBazar District Council 15 seats in the general elections on 4 Chakaria BM Chor, Kayor Bhill, Harban, Pekua Union of the Upazila Cox’s Bazar general seats in the district council from ward No.5 ( the man in the seat) the only female candidate.
Owing to jannatul Bokeya Rekha Cox’sBazar Chakarai of Koyor Bhill Union respectable Muslim family at birth. Ahmed’s father, the late maulvi Kabir in an hones, upright man and was a teacher in government primary schools. The area to the general public in the late Maulvi Ahmed kobi known as an honest man. Owing of this dauther jannatul Bokeya Rekha belive in the sprit of the Liberation war. Inspired by the ideals of the Father of the Nation Bangbandhu Sheikh Mujibur Rahman. Prime Minister Sheikh Hasina directed the implementation of the industries, brave, articulate, leader abuse. Owing jannatul Bokeya Rekha a social worker, education, violence against women is known as the voice of protest. Cox’s Bazar general seats in the district council elections, ward 5, the only female member of the candidate. The man in the seat beyond the grassroots conservative attitude of the government is going to try to involve himself in various development activities. Owing jannatul Bokeya the streets as an activist and a social worker, regardless of party difference and disunity irrespective grassroots activists who are left behind in the minds of Cox’sBazar District Council with the prospect of winning the seat in the No.5 VIP ward unquenchable pace is progressing in a positive way. Cox’s Bazar district and Chakaria, grassroots leaders and activists pekua under way to encourage him to go forward with courage and applause said the war and as a member of the winning candidate has expressed optimism ward 5, District Council elections because the district Cox’sBazar VIP seats. The seat of the former district council chairman and current chairman of the district council candidate Salahdddin Mahmud home. On the other hand, a former district Awami League general secretary Salahuddin CIP home. Qamar Uddin and his brother, and member of the candidate in this constituency. As a leader of hard-working voters and ordinary people in the streets are not because cuckoo industrials Qumar Uddin, former upaziila Vice-chairman Jahangir Bulbul, industrious, brave, honest, social workers, the happiness and suffering of the common people for a long time companion. Owing to fight jannatul Bokeya Rekha line hadda-bones, voters increasingly TMC leader jannatul Bokeya Rekha due next line.
Owing to jannatul Bokeya Rekha District Council elections are expected to line 5, Ward co-operation and support from the voters of great grace of alaahara elected from his ward, with the grace of God, co-operation and support of the voters of the ward when he was elected Union perished Chairman and honorable members of the genus Ward No.5 of the communication system according the views and plans for the development of a clean and beautiful would try to cultivate.
Irrespective of all this, and all the people respected the voters wise, teacher, sain maseka, saints, journalists and brother, mothers, mothers and sisters to pray and support, co-operation is sought.

পাঠকের মতামত: