ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

কক্সবাজারে সংকেত কমে ৩ নাম্বারে, দুর্বল স্হল নিম্নচাপে পরিণত রোয়ানো

file-20আতিকুর রহমান মানিক :::

ঘূর্ণিঝড় রোয়ানু উপকূল অতিক্রম করার পর কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬ নং বিপদ সংকেত নামিয়ে তৎপরিবর্তে ৩ নং স্হানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। একই সাথে  পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরে চলাচলকারী সকল মাছধরা ট্রলার ও নৌ-যানকে নিরাপদ অাশ্রয়ে থাকতে বলা হয়েছে। উপরোক্ত তথ্যাবলী নিশ্চিত করে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অবজার্ভার দুলাল দাশ শনিবার রাত নয়টায় আরো বলেন, কক্সবাজারস্হ ডপলার রাডার স্টেশনের  ইকো ও আবহাওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় “রোয়ানো” আরো উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়েছে। রোয়ানো বর্তমানে দুর্বল স্হল নিম্নচাপে পরিণত হয়ে চট্টগ্রাম-সীতাকুন্ডু এলাকায় অবস্হান করছে। আরো বৃষ্টিপাতের মাধ্যমে এটা ক্রমশঃ দুর্বল হয়ে যেতে পারে। এদিকে শনিবার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। কক্সবাজার উপকূল আপাততঃ শংকামুক্ত থাকলেও সাগর এখনো প্রচন্ড উত্তাল রয়েছে।

 

পাঠকের মতামত: