ঢাকা,রোববার, ৬ অক্টোবর ২০২৪

কক্সবাজারে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

মনির আহমদ, কক্সবাজার ::  কক্সবাজার সদরের ঝিলংজায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল ১টি ম্যাক্সিন ও ৪ রাউন্ড গুলি সহ আমিরুল ইসলাম নামের ১ অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিক্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিন সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, যুবক আমিরুল ইসলাম তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়েতে রাজি করাতে না পারায় অস্ত্র ধরে আত্মহত্যার হুমকি দিয়ে ভিডিও করে পাঠায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আমিরুলকে গ্রেফতার করে পুলিশ ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে বলে জানানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: