ঢাকা,বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

কক্সবাজারে প্রথম দিনে অনুপস্থিত ১০২ পরীক্ষার্থী

্ি্‌্‌্‌এম.এ আজিজ রাসেল, কক্সবাজার :

দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। ২ ফেব্রুয়ারী শান্তিপূর্ণভাবে পরীক্ষার প্রথম দিন অনুষ্ঠিত হয়। এবারই প্রথম সৃজনশীল প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় ২৩ কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিত ছিল ১০২ জন। তার মধ্যে এসএসসি ২৩ কেন্দ্রে ১৩ জন, দাখিলে ১৩ কেন্দ্রে ৩৯ জন ও কারিগরি বিভাগে ৬ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৪ জন। বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। এ সময় তিনি জানান, কেন্দ্রসহ শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ ও নিরাপত্তা প্রদান, কেন্দ্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থাসহ সবধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলো সঠিকভাবে পালন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া তিনি অবাধ, সুষ্ঠ, নকলমুক্ত পরিবেশ ও নিরপেক্ষভাবে পরীক্ষা সম্পাদনের জন্য যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোন অভিযোগ পেলে কোন ভাবেই ছাড় দেয়া হবে না বলে তিনি সতর্ক করেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পরীক্ষা চলকলীন সময় পর্যন্ত ১৪৪ ধারা জারী থাকবে । এছাড়া নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। এসময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন। পরে তিনি ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন । এবার জেলায় মোট ৪৩টি কেন্দ্রে ২১ হাজার ৩৮জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

পাঠকের মতামত: